ভারতে পাচারের উদ্দেশ্যে বাড়িতে শিবলিঙ্গ রাখায় যশোরে কওছার সরদার নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ যশোরের স্পেশাল জজ ( জেলা জজ) ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কওছার সরদার কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে।
মামলার অপর আসামি বাবুল গোলদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এদিকে দণ্ডপ্রাপ্ত কাওছার সরদার পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর র্যাব সদস্যরা কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের কওছার সরদারের বাড়ি থেকে ১৪ ইঞ্চি উচ্চতার এবং সাড়ে ১৪ কেজি ওজনের একটি কথিত কস্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এ ব্যাপারে ৩ সেপ্টেম্বর অভয়নগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশের তদন্তে প্রমাণ হয় যে আসামি ভারতে পাচারের জন্য অবৈধ উপায়ে শিবলিঙ্গ সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছিলেন।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৭/হিমেল