টাঙ্গাইল পৌর এলাকা দেওলা থেকে নিখোঁজের একদিন পর দুই শিশুর পানিতে ভেসে উঠা লাশ উদ্ধার হয়েছে। তাদের নাম আমানুল্লাহ সৈকত (১১) ও নাহিন আল নুর (১০)।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই শিশু নিখোঁজ হয়ে যায়। আজ বুধবার দুপুরে দেওলা এলাকায় একটি ডোবায় তাদের লাশ ভেসে উঠে। তারা পানিতে ডুবে মারা যেতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। এ ব্যাপারে এলাকাবাসী ও পুলিশ জানায়, দেওলা এলাকার মোঃ আতাউল্লার ছেলে সৈকত ও শাহিনুর রহমানের ছেলে নাহিন বেলা ১১টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পরে আজ দুপুর একটার দিকে তাদের বাড়ির কাছে একটি ডোবায় তাদের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে টাঙ্গাইল মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু দু'টি পানিতে ডুবে মারা গেছে। এ ব্যাপারে গত রাতেই থানায় সাধারন ডায়েরি করা হয়। মৃত্যুর প্রকৃত ঘটনা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/ওয়াসিফ