দেশরত্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে এ উপলক্ষ্য শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি-কুরবান আলী, মনিরুজ্জামান মানিক, তৌসিফ আরাফাত লিয়েন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, রাজিউর রহমান রাজু, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিমেল প্রমূখ।
বক্তারা এ সময় দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আগামীতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কুচক্রি মহলকে প্রতিহত করার জন্য সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন বক্তারা।