বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম সুলতানি গ্রামের সতীন রেহেনা বেগমকে হত্যার দায়ে হওয়ায় তাজিয়া বেগম নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের দণ্ড দেওয়া হয়েছে।
বরিশালের দ্বিতীয় অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রকিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে বুধবার এই রায় ঘোষণা করেন।
নিহত রেহেনা ও দণ্ডপ্রাপ্ত তাজিয়া ওই গ্রামের আব্দুল মান্নান গাজীর স্ত্রী।
আদালত সূত্র জানায়, মান্নান পারিবারিকভাবে উপজেলার তেতুলিয়া গ্রামের রেহেনা বেগমকে বিয়ে করে ঢাকায় বসবাস করছিলো। সেখানে মান্নানের সাথে পরিচয় হয় ভোলার চরফ্যাশনের তাজিয়ার। এরপর মান্নান তাজিয়াকে দ্বিতীয় বিয়ে করে তাকেও ঢাকায় রেখে বসবাস করতে থাকেন। ২০১২ সালের আগস্টে মান্নান তাজিয়াকে নিয়ে নিজ বাড়ি মেহেন্দীগঞ্জে যায়। এর কয়েক দিন আগে থেকেই গ্রামের বাড়ি অবস্থান করছিলো প্রথম স্ত্রী রেহেনা। গ্রামের বাড়িতে বসে স্বামীর চোখের ডাক্তার দেখানোকে কেন্দ্র করে ১৬ আগস্ট রেহেনার সাথে তাজিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাজিয়া সজোরে রেহেনাকে ধাক্কা দেয়। এতে ঘরের মধ্যে খাটের সাথে রেহেনার মাথা আঘাতপ্রাপ্ত হলে রক্তক্ষরণে সে মারা যায়।
এ ঘটনায় ওই দিনই রেহেনার ভাই বাবুল হোসেন বাদী হয়ে তাজিয়াকে একমাত্র আসামি করে মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১২ নভেম্বর তদন্ত কর্মকর্তা রেহেনাকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। পরে সংশ্লিষ্ট আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব