রাজশাহীর চারঘাটে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বুধবার রাতে লিয়াকত হোসেন (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত লিয়াকত মুক্তারপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ঝড়ের মধ্যে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, মোটরসাইকেল যোগে ঝড়ে মধ্যে বাড়ি ফেরার পথে ওই স্কুল শিক্ষক গাছের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার