রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় বুধবার রাতে ট্রাক্টরের চাপায় মো. সোহেল (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। নিহত সোহেল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চেংড়াছড়ি এলাকার ওয়াহাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক্টর খাগড়াছড়ি জেলা থেকে রাঙামাটির কুতুকছড়ি এলাকায় বিদ্যুৎ প্রকল্পের কাজে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি কাঠভর্তি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুতুকছড়ি আবাসিক এলাকার খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের হেলাপার নিচে চাপা পরে ঘটনাস্থলে নিহত হন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাক্টরের চালক অক্ষত রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার