সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৭/এনায়েত করিম