লক্ষ্মীপুরে অস্ত্র-মাদকসহ মো. রাসেল ওরপে কালা রাসেল ও তার সহযোগী বাবলুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ীর একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল ও বাবলুকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে। রাসেলের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও নোয়াখালির চাটখিল থানায় হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আছে।
রাসেলের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার চয়ানী টকবা গ্রামে। তার সহযোগী বাবলু বাড়ি স্থানীয় উত্তর জয়পুর গ্রামে।
বিডি প্রতিদিন/১৮ মে, ২০১৭/ফারজানা