আশুলিয়ার ধামসোনা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা পুলিশের একটি দল। এসময় ৬শ পুরিয়া হেরোইনসহ নম্বরবিহীন কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযানে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল, পবনারটেকসহ কয়েকটি এলাকায় এ অভিযান চলে। তবে আটকদের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার প্রায় ২৫০জন পুলিশ সদস্য ১২ দলে বিভক্ত হয়ে অভিযান চালায়। ঢাকা জেলাকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চারটি মামলা হওয়ার কথা জানিয়েছেন আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৭/এনায়েত করিম