বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত ও আরও একজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা খাতুন উপজলার কৈডালা গ্রামের সারফুল হকের মেয়ে। সে ওই এলাকার রণবাঘা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। আহত স্কুলছাত্রীর নাম নূপুর খাতুন (১৩)। সে নিহত হাবিবার সহপাঠী ও একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
জেলার কুন্দারহাট পুলিশফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী জানান, হাবিবা ও নূপুর বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর সড়কের কৈডালা টিটির মোড়ে দ্রুতগামী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাবিবা মারা যায়।
আহত নূপুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৭/এনায়েত করিম