পঞ্চগড়ে মোটরযান আইন মেনে চলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সদর ট্রাফিক পুলিশ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতা কর্মী,পরিবহন মালিক-শ্রমিক,সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ,পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি এ রহমান মুকুল, পৌর মেয়র তৌহিদুল ইসলাম , জেলা যুগ্ম দায়রা জজ হারুন অর রশিদ, জেলা পরিষদ প্রশাসক আমানুল্লাহ বাচ্চু, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা প্রমুখ । সমাবেশ শেষে মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট বিতরণ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের জন্য একটি পরিবারকে দুর্বিসহ করে তোলে । তাই সর্ব স্তরের মানুষকে যান চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিৎ। নিরাপত্তার স্বার্থে মোটর সাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট পরা জরুরি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ