‘সামনে রাজনৈতিক দলগুলোর জন্য খুবই কঠিন সময় আসছে। নিজেদের মধ্যে বিভেদ ধরে রেখে কোন ব্যক্তি রাজনীতিতে সাফলতা পায়না। ভবিষ্যৎ প্রয়োজনে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে’। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আ. লীগের সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
পৌর সদরে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ছাত্রলীগ, যুবলীগ, আ. লীগ ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন। সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি দলের নেতাকর্মীদেরকে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মাঠে থাকার অনুরোধ জানান।
এ সময় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য মো. নাসির শেখ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির, চেয়ারম্যান শাহজাহান আলী খান, আ. লীগ নেতা শিকদার মাহবুবুর রহমান, যুবলীগ নেতা মুশফেকুর রহমান নাহার, হাসিব খান, রাসেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনিরুজ্জামান রাজ্জাক, কলেজ শাখা সভাপতি বায়জীদ শিকদার, সম্পাদক নেয়ামুল ইসলাম নাইমসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৭/ওয়াসিফ