চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. বেলাল মিয়া, বয়স ৩৫ বছর। শুক্রবার সকালে কোতোয়ালি থানার সিরাজদ্দৌল্লাহ সড়কের সাফা আর্কেড কমিউনিটি সেন্টারের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত বেলাল মিয়া জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা। সে নগরীর বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় থাকতেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ওয়াসিফ