ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাল সারাদিন রাস্তায় ছিলাম। এমনকি ঈদের দিনও থাকব। তারপরও যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করব। আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর এলাহিতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম। যখন এ এলাকায় রাস্তা ছিল না, ট্রাক্টরে করে এসেও আপনাদের ত্রাণ দিয়িছে। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বড় করছেন। তাই কথা দিলাম আপনাদের পাশেই থাকব।
এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী ডিসি, এসপি ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার