নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের পাটেয়ারি বাড়িতে নুর জাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে লোকজন রান্না ঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত নুর জাহান বেগম (৬৫) ওই গ্রামের মৃত সিদ্দিক উল্লার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নুর জাহান বেগম তার স্বামী মারা যাওয়ার পর থেকে বড় ছেলের বৌ ও তাদের দুই শিশু সন্তানকে নিয়ে একই ঘরে বসবাস করতেন। কিছুদিন আগে ছেলে বৌ তার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। শুক্রবার সকালে লোকজন রান্না ঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম/হিমেল