টাঙ্গাইলের ঘাটাইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ান্ত্রন অফিসের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বার্হী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহি উদ্দিন পিপিএম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা শাখার সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস টাঙ্গাইলের সমন্ময়ক আলী হায়দার রাসেল।
সমাবেশে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান ও ইউপির ওয়ার্ড সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বাংলাদেশ স্কাউটস ঘাটাইল উপজেলার শাখার ত্রি-বার্ষিক (কাউন্সিল) সম্মেলন এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল