বরিশাল নগরে পৃথক দু’টি অভিযানে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় এক কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদের মধ্যে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক মনু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত মনু মিয়া কাউনিয়া কালু মেম্বারের গলি এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মনু মিয়ার বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ওই রাতেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে সাতমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপরদিকে মঙ্গলবার রাতে বরিশাল নগরের কাটপট্রি এলাকায় আরো একটি অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখান থেকে নগরের কাউনিয়া ভাটিখানা এলাকার মৃত উপেন্দ্রনাথ কর্মকারের ছেলে সুশীল কর্মকারকে (৬২) এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল