রংপুরের বদরগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নুর আলম খোকন (৪৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের স্টেশন এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক নুর আলম খোকন পৌর শহরের মুন্সিপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান জানান, নুর আলম ইয়াবা সেবন করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম