পশ্চিমবঙ্গের হোমে আটক থাকা মহম্মদ ইলিয়াস (১৮) এবং স্বপান রায় (১৭) অবশেষে বাংলাদেশে স্বজনদের কাছে ফিরেছে। বুধবার সকাল ১০টা নাগাদ পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে তাদের বিজিবি'র হাতে তুলে দেয় বিএসএফ।
কিশোর মহম্মদ ইলিয়াসের বাড়ি কক্সবাজার উখিয়ার মোনেখালিতে। তার বাবার নাম মো. সৈয়দ নূর। স্বপান রায়ের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার দোকারপাতিতে। তার বাবার নাম ব্রজনাথ রায়।
দুই কিশোরকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হিলি ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ওসি নাজির হোসেন, দক্ষিণ দিনাজপুর জেলা 'চাইল্ড লাইন'র সেন্টার কো-অর্ডিনেটর সুরজ দাস, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেনসহ বিএসএফ ও বিজিবি'র কর্মকর্তারা।
চাইল্ড লাইন সেন্টারের কোঅর্ডিনেটর সুরজ দাস জানান, ওই দুই বাংলাদেশি কিশোরকে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর আটক করা হয়। এদের একজন কাজের খোঁজে আসে, অন্যজন বেড়াতে। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-এর নির্দেশে চাইল্ডলাইনের মাধ্যমে শুভায়ন হোমে আশ্রয় পায় ওই কিশোররা।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা