মাগুরা সদর উপজেলায় মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাঁইত্রিশ লাউতড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী (৩০) ও পাশের আলাইপুর গ্রামের নিজাম মোল্লার ছেলে হাসান মোল্লা (৩০)।
পরিবারের বরাত দিয়ে মাগুরা সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, টিটুল বাড়ির পাশে নিজের মুরগির খামারে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে যান। সেখানে উপস্থিত বন্ধু হাসান তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান এসআই রবিউল।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম