খাগড়াছড়িতে কৃষক সমাবেশে সরকারি কৃষি উপকরণ না পাওয়ার অভিযোগ তুলেছেন সেখানকার কৃষকরা। সম্প্রতি খাগড়াছড়িতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
তারা অভিযোগ করে বলেন, বিগত ২০১৬-২০১৭ অর্থবছরে এ জেলার জন্য সরকার লাখ লাখ টাকার প্রদর্শনীর জন্য বরাদ্দ প্রদান করেছে। অথচ এসব বরাদ্দের আমরা কিছুই পায়নি। কৃষকরা আরো বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য সার, বীজ, কীটনাশক, কৃষি সেবাসহ আউশ প্রনোদনা, প্রদর্শনীর জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে থাকে। অথচ জেলার বিভিন্ন উপজেলায় কতিপয় উপজেলা কর্মকর্তাদের অসহযোগিতার কারণে সরকারের কৃষি উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা আরো অভিযোগ করেন, ইতিমধ্যে মানিকছড়ি উপজেলায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে। কৃষকরা অচিরেই কৃষকদের জন্য সরকার কতৃক বরাদ্দকৃত অর্থ উপকরণ যথাযথভাবে পেয়েছে কিনা তা তদন্তের দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি কৃষকদের অভিযোগ শুনেন। তিনি বলেন, কৃষকরা যাতে কোনোভাবেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় এ জন্য কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।
এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক এড.আশুতোষ চাকমা, এনডিসি আশরাফুল হাসান, সিনিয়র সহকারী পুলিম সুপার মোঃ তৈফিকুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সৌরভ তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নীতি ভূষণ চাকমা। এছাড়া বক্তব্য রাখেন কৃষক ক্যজপ্রু মারমা ও কৃষক শাহ আলম। এতে মানিকছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বঙ্গবন্ধু কৃষি ডিপ্লোমা পরিষদের খাগড়াছড়ি জেলার সভাপতি উমা প্রসাদ বড়ুয়া, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খাগড়াছড়ি জেলার সভাপতি জ্যোতি কিশোর ত্রিপুরা বক্তব্য রাখেন। এসময় কৃষিবিদরা তাদের সংগঠনের দাবিও তুলে ধরেন।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল