মায়নমারের রোহিঙ্গা মুসিলিমদের উপর চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছে মেহেরপুর জেলা উলামা পরিষদ।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উলেমা পরিষদের সভাপতি মো. আবুল কাছেমির নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে শহরে র্যালি বের করা হয়।
মানববন্ধন থেকে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধ করার দাবি জানানোর পাশাপাশি শান্তিতে নোবেলজয়ী অং সাং সুচির দেওয়া ভাষণের তীব্র সমালোচনাও করেন বক্তারা।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব