বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪২ বস্তা ভিজিডি কাডের চালসহ মাসুদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভিজিডি কাডের বিরপরীতে বিতরণযোগ্য উক্ত পরিমাণ চাল জব্ধ করা হয়। এ ঘটনায় মাসুদকে আটক করা হয়। পাশাপাশি উক্ত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি।
বিডি প্রতিদিন/এ মজুমদার