চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবক হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি উত্তরপাড়া গ্রামের সেনারুল মিস্ত্রীর ছেলে গোলাম কিবরিয়া (২১)।
চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান বুধবার আসামির উপস্থিতেতে এ রায় দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ২৮ মে কিবরিয়া তার প্রতিবেশী এনামুল হকের আট বছরের মানসিক প্রতিবন্ধী শিশুকন্যাকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই সময় বাড়িতে কেউ না থাকায় সে শিশু কন্যাটিকে ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর ৩০ মে ওই শিশুর পিতা বাদী হয়ে ভোলাহাট থানায় গোলাম কিবরিয়াকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভোরাহাট থানার পরিদর্শক কবির হোসেন ওই বছর ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১২জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন