ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাসেল খলিফা (৩২) নামে এক ঠিকাদারকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রাসেলের মৃত্যু হয়।
নিহত রাসেল উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর চরপাড়া এলাকার হারন-অর-রশিদ খলিফার ছেলে।
রাসেলের চাচা মতিয়ার রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাশের চতর খাড়াপাড়া গ্রামের ওয়াজেদ মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী সোহেল মোল্যা রাসেলদের বাড়ির সামনের রাস্তায় কাঠ রাখে। এসময় রাসেল সেগুলো সরিয়ে নিতে বলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ওইদিন রাতে সোহেল তার লোকজন নিয়ে রাসেলের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক লাঠিপেটা করে।
আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। এরপর বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সৈয়দ তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় সোহেল মোল্যার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত