কিশোরগঞ্জের ভৈরব বাজার থেকে তিন মেট্রিক টন নিষিদ্ধ কারেন্ট জালসহ একজনকে আটক করেছে র্যাব-১৪।
বুধবার রাত ৯ টার দিকে ভৈরবের রাণীর বাজারে গিয়াস উদ্দিনের গুদামে এগুলো পাওয়া যায়।
ভৈরব র্যাব ক্যাম্পের উপ সহকারী পরিচালক মো. সজল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল রাণীর বাজারে অভিযান চালায়। এ সময় গিয়াস উদ্দিনের গুদাম থেকে তিন মেট্রিক টন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে গুদামের মালিক গিয়াস উদ্দিনকে আটক করে র্যাব।
জব্দ করা কারেন্ট জাল রাতেই ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন