পোশাক কারখানার পরিত্যক্ত কাপড়ের টুকরা বা ঝুট থেকে তুলা উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ফাইজুল ইসলাম। আর তুলা উৎপাদনের সাথে আরও পাঁচজনের কর্মসংস্থান হয়েছে।
ফাইজুল ইসলাম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জলপাইতলী জোয়ার গ্রামের আব্দুল মজিদের ছেলে। দিনাজপুর সদরের শশরা ইউপির চুনিয়াপাড়ায় ভাড়া বাড়িতে এ তুলা উৎপাদনের কাজ করছেন তিনি।
গত ১৩ সেপ্টেম্বর এ তুলা উৎপাদনের কাজ শুরু করে ফাইজুল ইসলাম। শুরুতেই সাত টন গার্মেন্টস এর বিভিন্ন কোয়ালিটির ঝুট কাপড় কিনে এনে এ ব্যবসা শুরু করেন। এ কাজে আরও পাঁচ জনকে নিয়োগ দিয়েছেন।
ফাইজুল বলেন, ৫-১৫ টাকা কেজি দরে এসব ঝুট কাপড় আনা হয়েছে। বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা। শুরুতেই একটি মুনলাইট মেশিন দুই লাখ টাকায় কিনে আনি। ঝুট কাপড়ের মালামাল আনার খরচ হয়েছে দেড় লাখ টাকা। প্রতিদিন ১০ ঘণ্টায় ৩০০ কেজি এবং দিনরাত কাজ করলে ৬০০ কেজি তুলা উৎপাদন করা যায়। আর বিদ্যুৎ বিল-কর্মচারীসহ সকল খরচ বাদ দিয়ে মাসে কমপক্ষে ৩০ হাজার টাকা লাভ হবে।
ফাইজুল ইসলাম আরও জানান, বিভিন্ন রংয়ের গামেন্টসের টুকরা বা ঝুট কাপড় থেকে রং অনুযায়ী বাছাই করি। এরপর সেগুলোকে পরিস্কার করে মুনলাইট মেশিনে দেই। মেশিনের ক্রাস করার সময় আরেক পাশ দিয়ে তুলা বের হতে থাকে। সকল খরচ বাদ দিয়ে প্রতি কেজি তুলা বিক্রি করে ২/৩ টাকা লাভ হয়। এ তুলা দিয়ে জাজিম, তোষক, লেপ, তোষক, বালিশসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাই এ তুলার চাহিদা সর্বত্র।
ফাইজুল ইসলাম আরও জানান, আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করেছি। পরে ২০০৭ সালে গাইবান্দার গোবিন্দগঞ্জের এক সোয়েটার কারখানায় জেনারেল ম্যানেজার হিসাবে যোগদান করি। এখানে থাকার সময় সড়ক দুর্ঘটনায় আমার পায়ে সমস্যা হয়। এখনো ভাল করে চলতে ফিরতে কষ্ট হয়। পায়ের সমস্যার কারণে কেউ চাকরি দেয়নি। ২০১৭ সালে জানুয়ারিতে পঞ্চগড় সোয়েটার কারখানায় চাকরি পাই। সেখানে তাদের লেনদেন ভাল না লাগায় বাড়ি ফিরে আসি। বাড়িতে ফিরে কি করবো এই নিয়ে চিন্তায় পড়ে যাই। অনেক চিন্তা ভাবনার পর আমার বাস্তুভিটার কিছু অংশ বিক্রি করে দুইলাখ টাকা পুঁজি জোগাড় করি। এরপর আত্মীয়-স্বজনদের কাছ থেকে কিছু টাকা নিয়ে চুনিয়াপাড়ায় ঝুট থেকে তুলা উৎপাদনের ব্যবসা শুরু করি।
ফাইজুল জানান, সহযোগিতা পেলে আরও বড় আকারে এ ব্যবসা চালাবেন তিনি। এতে তিনি যেমন লাভবান হবেন তেমনি এতে আরও বেশি মানুষের কর্মসংস্থান সম্ভব।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৭/ফারজানা