সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার মিটার জাল জব্দ ও ১২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
পরে রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের আদালত ওই রায় দেন।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, উদ্ধার করা জাল পুড়িয়ে দেওয়া এবং জব্দ হওয়া ইলিশ চারটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/হিমেল