‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে জমায়েত ও আলোচনা সভা করে।
এতে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সভাপতি আফজালুল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/হিমেল