চাঁদপুর শহরের ট্রাংক রোড এলাকায় দেলোয়ার হোসেন নামের একটি বাড়ির নৈশপ্রহরীকে খুন করে চারটি মোটরসাইকেল নিয়ে পালিয়েছে ডাকাতরা।
সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত দেলোয়ার মতলব দক্ষিণ পৌরসভার মুন্সিরহাট এলাকার নুরু প্রধানিয়ার ছেলে।
চাঁদপুর সদর থানার ওসি ওয়ালী উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৭/মাহবুব