চাঁপাইনবাবগঞ্জে ৬শ’ টাকার বিনিময়ে অবাধে বিক্রি হচ্ছে ভুয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট। আর জন্ম তারিখ কমিয়ে এই ভুয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করা হচ্ছে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাহিন্দ্র নামে এক যুবকের নেতৃত্বে গড়ে উঠেছে একটি চক্র। চক্রটি স্থানীয় পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসের আশপাশে অবস্থান নিয়ে ভুয়া সিল-স্বাক্ষর দিয়ে ৬শ’ টাকার বিনিময়ে অবাধে বিক্রি করছে ভুয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট।
এ ব্যাপারে পরিচয় গোপন রেখে মাহিন্দ্র’র সাথে যোগাযোগ করা হলে তিনি ৬’শ টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেবেন বলে ডিসি অফিস এলকায় তার সাথে দেখা করতে বলেন। তার কথোপকতনের রেকর্ড এই প্রতিবেদকের কাছে রয়েছে। পরে এই প্রতিবেদক সাংবাদিক পরিচয় দিয়ে তার সাথে আবার কথা বললে তিনি ভুয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ব্যবসা করেন না বলে জানান।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ