মাগুরা মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রাম থেকে ১৭৫ পিস ইয়াবা ও বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নকল সীলসহ শ্যামলী মুরাদ (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী ও স্থানীয় বালিদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শ্যামলী মুরাদকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ১৭৫ পিস ইয়াবা ও বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল সীল উদ্ধার হয়। তার জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর