বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় র্যাবের সঙ্গে বনদস্যুদের বন্দকযুদ্ধে এক বনদস্যু নেতা নিহত হয়েছেন। নিহত বনদস্যু ‘লিটন বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড মো. মোক্তার মোল্লা। সোমবার সকাল সোয়া ৮টার দিকে রেঞ্জের শৈলারখালে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় জানানো হয়। র্যাব-৮-এর অধিনায়ক লে কর্নেল আনোয়ারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলারখালে র্যাব ৮ এর একটি দলের সঙ্গে বনদস্যুদের সোমবার সকাল ৮টা ১৫ থেকে ৮টা ৫০ পর্যন্ত গুলিবিনিময় ঘটে। ওই এলাকায় বনদস্যুরা আস্তনা গড়েছে এমন সংবাদদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা প্রথমে গুলি ছোড়ে। ওই সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এই গুলি বিনিময়ের ঘটনায় ‘লিটন বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড মো. মোক্তার মোল্লা নিহত হয়। ঘটনাস্থল থেকে ২১টি বিভিন্ন ধরনের অস্ত্র, ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃক আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১টি দুইনালা বন্দুক, ১টি একনালা বন্দুক, ১ টি কাটা রাইফেল, ২টি ওয়ান শুটার গান, ১৬ টি পাইপ গান ও ৩৭ রাউন্ড তাজা গুলিসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
নিহত দস্যু ও লাশ শরণখোলা থানায় হস্তান্তর করেছে র্যাব। কতজন বনদস্যু ছিল জানতে চাইলে মেজর সোহেল রানা বলেন, যে পরিমাণ অস্ত্র গুলি পাওয়া গেছে, এতে ধারণা করা হচ্ছে সাত থেকে আট জন ছিল। একজন নিহত হয়েছেন। অন্য বনদস্যুরা সুন্দরবনের গহীণ অরণ্যে পালিয়ে গেছে। তাদের আটকে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/হিমেল