নাটোরের বড়াইগ্রামে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া পৌরসভার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
রবিবার সকালে উপজেলার বনপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় এই সমাবেশে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৩টি মহাবিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ, বনপাড়া পৌরমেয়র কে এম জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহরিয়ার খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের প্রভাষক মো. মাসুদুর রহমান।
সমাবেশে শিক্ষার্থীরা মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের মধ্য দিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর