সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কর্মশালায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শহিদুল ইসলাম শহিদ সরদারের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। তার বাড়ি নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামে।
মৃত্যু সংবাদ গতকাল রবিবার নিহতের পরিবারের কাছে ফোন যোগে পৌঁছায় তার সমকর্মী ও সৌদি প্রবাসী চাচাতো ভাইয়েরা। সংবাদ পাওয়ার পর থেকেই পরিবার ও স্বজনদের মাঝে চলছে কান্না ও আহাজারি। মাত্র ২ বছর আগে পরিবারের ভাগ্যের চাকা ঘুরাতে ঋণ করে পাড়ি জমান সৌদি আরবে। এর মাত্র তিন মাস আগে রেশমা নাকে এক তরুণীকে। তবে তাদের কোন সন্তান নেই।
এদিকে, শহিদুলের মৃত্যুতে স্ত্রী, ৩ ভাই, ৫ বোন ও মা'কে নিয়ে পিতৃহীন শহিদুলের সংসারটি চরম বিপাকে পড়েছে। এমনকি বিদেশ যাওয়ার জন্য ঋণের টাকাও সম্পূর্ণরূপে পরিশোধ করতে পারেননি তারা।
শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ভিড় জমিয়েছেন স্বজনসহ গ্রামবাসীরা।
সকলের একটাই দাবি, সরকার যেন শহিদুলের মরদেহটি এনে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৭/মাহবুব