ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করা হয়ে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে একটি র্যালি বের হয়। বাংলাদেশ সোসাইটি অব নেসথেসিয়াওলিস্ট ফরিদপুর শাখার উদ্যোগে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ডা. এনায়েত হোসেন, ডা, লিপিকা সাজোয়াল, ডা. প্রকাশ চন্দ্র, ডা. মিজানুর রহমান, ডা. সাকি খান প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদপুর জেলায় অ্যানেসথেশিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়া যন্ত্রপাতি ও ভালো মানের অপারেশন থিয়েটার না থাকায় চিকিৎসকেরা রোগীদের সেবা দিতে পারছেন না। অবিলেম্ব তাদের এ সমস্যা সমাধানের জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৭/মাহবুব