নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে সাইডুলি নদীতে নিখোঁজ নাজমুল হাসান (০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
নাজমুল মদনপুর ইউনিয়নের পূর্বপাড়ার জসিম উদ্দিনের ছেলে এবং মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুজাদুল ইসলাম ফারাস জানান, রবিবার বিকালের দিকে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। সোমবার নদীর কাংসা গোদারাঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৭/মাহবুব