দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে ট্রাকের চাপায় মো. মমিনুল ইসলাম (৪৩) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক গোপাল চন্দ্র রায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মো. মমিনুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউপির সুন্দরপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং সুন্দরবন ইউপির গ্রাম্য পুলিশ। আহত গোপাল চন্দ্র রায় একই গ্রামের সত্যন্দ্র নাথ রায়ের ছেলে। আজ দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের সুজালপুর ইউপির বাদিয়াপাড়া শাহী হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এএসআই মো. মামুনুর রশিদ মামুন জানান, ফুলকপির চারা কিনতে নিজবাড়ী হতে ভ্যান যোগে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউপির বাবলু ফার্মে রওয়ানা দেন মো. মমিনুল ইসলাম। পথে বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বাদিয়াপাড়া শাহী হিমাগার এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ভ্যানে থাকা যাত্রী মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় ভ্যান চালক গোপাল চন্দ্র রায়।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার