নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল মোড় এলাকা থেকে ফিরোজ আলম জুয়েল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের সুজাইল মোড় নামক স্থানে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে মহাদেবপুর থানায় খরব দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফিরোজ আলম জুয়েল মহাদেবপুর উপজেলার চকহরিবল্লব জিয়াবাজার এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে। নিহত ফিরোজ আলম জুয়েলের ভাই মোশাররফ হোসেন জানান, তার সাথে সব সময় মোটরসাইকেল থাকতো। আজ সকালে জুয়েলের লাশ পাওয়া গেলেও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ কারণে ধারণা করা হচ্ছে, সে হয় ছিনতাইকারীদের কবলে পড়েছিল। সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে মোটরসাইকলেটি নিয়ে গেছে।
আজ দুপুরে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশের মুখমন্ডল থেতলানো অবস্থায় মহাসড়কের পাশে উপুর হয়ে পড়েছিল। ধারনা করা হচ্ছে, পত্নীতলা উপজেলার দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সে মারা গেছে। তবে, নিহতের লাশ উদ্ধার হলেও তার সাথে থাকা এ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেলের কোন হদিস পাওয়া যাচ্ছে না। এ কারনে ধারনা করা হচ্ছে, গভীর রাতে মহাসড়ক দিয়ে আসার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে মৃত্যু হতে পারে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার