ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ ওই ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পরানপুর গ্রামে পুলিশ অভিযান চালায়। এসময় ওই গ্রামের গফুর শেখের ছেলে লোকমান শেখ ও মুক্তার শেখের ছেলে আরব আলীর বাড়ী থেকে ৫টি ঢাল, ৩টি বলম, একটি রামদা, একটি তলোয়ার, ৮টি টেটা উদ্ধার করা হয়েছে। এসময় বাড়ির গৃহকর্তারা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার