বরিশালের বানারীপাড়া থানা পুলিশের উদ্যোগে বানারীপাড়া কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্বোধন হয়েছে।
সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ছাত্রছাত্রী-শিক্ষক মন্ডলীর সমন্বয়ে বিশেষ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন কলেজে শিক্ষক শংকর দত্ত, ফেরদৌসি জাহান সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং থানার অফিসারগন।
সভায় বলা হয়, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ছাত্রছাত্রী শিক্ষক সবাই মিলে কলেজের বখে যাওয়া ছাত্র-ছাত্রীদের সুপথে আনার কাজ করা হবে। সভায় কিভাবে মানুষের মত মানুষ হওয়া যায়, মাদক থেকে কিভাবে ছাত্রছাত্রীদের দূরে রাখা যায় সেসব বিষয়ে আলোচনা হয়। পরে কমিউনিটি পুলিশিং বাস্তবায়নে থানা পুলিশ ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন