বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মো. সুমন নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বখাটে সুমন দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের খোলাসপাড়ার মো. মহসিনের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
দুপচাঁচিয়া থানার এসআই আইয়ুব হোসেন বলেন, স্থানীয় তাওগাছা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে সুমন উত্যক্ত করে আসছিলো। এ ঘটনায় রবিবার মেয়ের বাবা আব্দুল হামিদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
পরে ইউএনও’র নির্দেশে খোলাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাকে ওই মেয়াদে দণ্ড প্রদান করেন।
উল্লেখ, এর আগে গত ৮ অক্টোবর দুপচাঁচিয়ায় উপজেলার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রোজিফা আক্তার সাথীর (১৫) ও চামরুল ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোস্তফাপুর বাসাগাড়ি এলাকায় গত ৯ অক্টোবর সন্ধ্যায় মিলি খাতুন (১৪) বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার