চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরস্পরের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ছাত্রলীগের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। তবে আহত হয় পাঁচ কর্মী।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন বলেন, নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ছাত্রলীগের ব্যানার টাঙানো নিয়ে রবিবার থেকে উত্তেজনা দেখা দিয়েছিল। এর জের ধরে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়। এরপর ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্যের গায়ে লাগে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন