পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো. নাঈম হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজনের অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে নাঈম এ দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা খবর পেয়ে খোঁজাখুজি করে পুকুর থেকে উদ্ধার করে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঈম ওই গ্রামের রিমন কবিরাজের ছেলে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার