দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মো. শাহিনুর ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছাড়গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ জানান, রাতে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহী শাহিনুরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী শাহিনুর ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শাহিনুরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম