জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ।
নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে। সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মরহুম মালেক উকিল এর পুত্র গোলাম মহিউদ্দিন লাতু, জজ কোর্টের পিপি এডভোকেট এটিম মহিব উল্ল্যহ, জিপি খসরু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান, মুক্তিযোদ্ধা বাহাদুর কমিশনার, এডভোকেট আব্দুল গোফরান সহ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সেচ্ছাস্বেবক লীগ সহ বিভিন্ন সংঘটনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাব, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বিডিপ্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৭/ ই জাহান