যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর সড়কের পাশ থেকে ঢাকায় অপহৃত দুলাল (৫০) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দুলাল চাঁদপুরের হাইমচর উপজেলার মুনাফের ছেলে। ঢাকার মোহাম্মদপুরে তিনি কাপড়ের ব্যবসা করেন বলে জানান বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান।
স্থানীয়রা জানান, ভোরে দৌলতপুর সড়কের পাশে বালির উপর এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে দেখে পুলিশ কে খবর দেয়া হয়। পুলিশে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান বলেন, দুলালকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রাথমিকভাবে জানা গেছে, দুলালকে ঢাকার মোহাম্মদপুর থেকে কয়েকজন জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে তাকে পিটিয়ে জখম করে বেনাপোলে ফেলে রেখে যায়।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা