গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার মো. সেলিম রেজাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ১১ জন, মুকসুদপুর থানা পুলিশ আটজন, টুঙ্গিপাড়া থানা পুলিশ মাদক মামলার আসামিসহ চারজন, কাশিয়ানী থানা পুলিশ দুইজন ও কোটালীপাড়া থানা পুলিশ একজনকে আটক করে।
আটককৃতরা মাদকসহ বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ