নড়াইল সদরের শুভারগোপ গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় গৃহবধূ নাইস খাতুনকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আখের শেখ পলাতক রয়েছে।
সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে শুভারগোপ গ্রামের অলিয়ার শেখের ছেলে আখেরের সঙ্গে পাশের বড়গাতি গ্রামের তানশেখের মেয়ের নাইস খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে নাইসের সঙ্গে তার স্বামীর দাম্পত্য কলহ চলে আসছিল। বিশেষ করে স্বামী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ায় নাইসকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এক পর্যায়ে সোমবার রাতে গৃহবধূ নাইসকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দাম্পত্য জীবনে তাদের দুই বছরের ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা, না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন