ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. জসিম উদ্দিন শেখের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের পৌর শহরের ডিগ্রি কলেজ রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ছাত্র-শিক্ষক নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে 'অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ নৈতিক স্খলনের' অভিযোগ এনে তার দ্রুত অপসারণ দাবি করেন। মানববন্ধনে কলেজের অধিকাংশ শিক্ষক-কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে ছাত্র-শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ না করা হলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের একটি বিশাল মিছিল ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে রওনা দিলে পুলিশ বাধা দেয়।
পরে আওয়ামী লীগ নেতা ও ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ফুলপুর ওসি আলী আহম্মেদ মোল্লা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা